ডেস্ক রিপোর্ট, ডিডিআর
সরকারের দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা সেটাই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ (১৯ অক্টোবর) শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণ সভার প্রধান অতিথি বক্তৃতায় তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদ আর স্বৈরাচারের আগাছা সরাতে হবে, কেউ যেন স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করতে না পারে সে ব্যপারে সতর্ক থাকতে হবে। এই সরকারের দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা সেটাই করতে হবে। তিনি বলেন, জুলুমবাজরা এখনো অনুতপ্ত হয়নি, পরাজয় স্বীকার করেনি। এ দেশের কিছু আর্বজনা পাশের দেশে আশ্রয় নিয়েছে। যেখান থেকে আবার ক্ষতি করার চেষ্টা করছে। সবাই সর্তক থাকতে হবে।