দেশ রিপোর্ট ডেস্কঃ
রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বঙ্গভবন এলাকায় কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। বঙ্গভবনের চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পর ফুঁসে ওঠেছে ছাত্রসমাজ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় চলছে আলোচনা সমালোচনা। এই বক্তব্যের ফলে আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসব প্রতিক্রিয়াকে কেন্দ্র করেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দেখা যায়, বঙ্গভবনের প্রধান ফটকের সামনে দিয়ে সাধারণ পথচারীদের হাঁটাচলায় পাশের সড়ক ব্যবহার করতে অনুরোধ জানাচ্ছে পুলিশ।
তাছাড়া প্রধান ফটকের সামনে চারটি ট্যাংক নিয়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।
শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের আড়াই মাসের মাথায় ১৯ অক্টোবর দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, তিনি শুনেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এই কথোপকথন পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়।
গতকাল সোমবার সমালোচনার মুখে বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকেন্দ্রিক মীমাংসিত বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন।