আরাফাত হোছাইন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
চকরিয়া সাহারবিল চাঁদা না দেওয়ায় নুরুল আবছার নামে বৃদ্ধের উপর হা’মলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) সাহারবিল পশ্চিম মাইজঘোনা ৬ নং ওয়ার্ডে আবুল ফজলের পুত্র কাইছার ও মৃত – আবুল কাশেমের পুত্র ওসমান গণি গং এর নেতৃত্বে আরও ৭/৮ জন মিলে নুরুল আবছারের বাড়ি ফিল্ম স্টাইলে লুট’পাট ও ভাংচু’র চালায়।
এসময় নুরুল আবছারের কু’পিয়ে জ’খম করেন তারা। পরে বাড়িতে থাকা টাকা, আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
মোহাম্মদ নুরুল আবছার জানান, পৈতৃক সম্পত্তির বাগানের গাছ বিক্রি করি। গাছ বিক্রিসহ অন্যান্য টাকা প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে সকাল সাড়ে ৯ টায় জমি রেজিস্ট্রার করতে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আবুল ফজলের পুত্র কাইছার ও মৃত – আবুল কাশেমের পুত্র ওসমান গণি, মৃত- গুরা মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম, মৃত- লাল মিয়ার পুত্র আবুল হোসেনসহ আরও অজ্ঞাত ৪/৫ জন এসে সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আমার শরীরে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে বাড়িতে ঢুকে পড়ি। হামলাকারীরা অকট্যভাষায় গালিগালাজ করে বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর চালায়। এসম বাড়িতে থাকা আমার স্ত্রী ফাতেমা বেগম(২৬) ও অন্ত:সত্বা ভাতিজি পারভীন আক্তার (২১) কে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাড়িতে থাকা মোবাইল, মূল্যবান কাগজ পত্র, নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেন তারা।
বর্তমানে হালকারীরা থানায় অভিযোগ দেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠছে। প্রতিনিয়ত তারা মারিবে, হত্যা করবে, গুম করিবে বলে হুমকি প্রদর্শন করিতে থাকে। পরিবারের নিরাপত্তা চেয়ে ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া( ভারপ্রাপ্ত) জানান, লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।