আরাফাত চৌধুরী, কক্সবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক থানার আওয়াতাধীন
কোনাখালী ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে কোনাখালী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনে
সভাপতিত্ব করেন কোনাখালী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোহাম্মদ ইসমাইল।সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ ফারুক উদ্ধোধক ছিলেন মাতামুহরি সাংগঠনিক থানা কৃষকদলের আহবায়ক এ.এম খাইরুল বশর। এতে প্রধান অতিথি ছিলেন কোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আবদুল মাবুদ সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন- কোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমইউপি কামাল উদ্দিন।প্রধান বক্তা ছিলেন মাতামুহুরী সাংগঠনিক থানা কৃষকদলের সদস্য সচিব সালাহউদ্দিন কাদের সার্ভেয়ার।কোনাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ। মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান হান্নান,কোনাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস,সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম সিকদার,সহ-সভাপতি ডাক্তার নুরুল কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আবদুল মাবুদ সিদ্দিকী বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নির্দেশ বিগত ১৭ বছর যারা আওয়ামী লীগের সাথে অন্যায় অনিয়মে জড়িত ছিল তাদের চিহ্নিত করা হবে।তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।কোনাখালীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোন ধরনের নাশকতা জ্বালাপোড়াও করতে চাই কঠোর হচ্ছে দমন করা হবে।এবং আগামী নির্বাচনে ধানের শীষের জয়ের লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান।
এসময় কোনাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি সালাহউদ্দিন,সাধারণ সম্পাদক মনির হাসান,ছাত্রদলের সভাপতি আমির হোসাইন,সাধারণ সম্পাদক জারিফ,যুগ্ন সম্পাদক মুসলিম উদ্দীন মুবিন,সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলি হোসাইন উপস্থিত ছিলেন।