বৃহত্তর চকরিয়া উপজেলা প্রবাসী ইউনিয়ন কর্তৃক ঈদ উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৫ মার্চ) বিকেল ৫ টায় চকরিয়া পৌর শহর সমবায় সমিতি মার্কেটের ৩য় তলায় প্রবাসী ইউনিয়নের অফিস কার্যালয়ে রোজাদরদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে চকরিয়া প্রবাসী ইউনিয়ন ও ওম্মুল কুইন শাখার সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা প্রধান মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়।
বৃহত্তর চকরিয়া উপজেলায় মাদ্রাসা, এতিমখানা, মসজিদের ঈমামসহ প্রায় ৫০ জনের মাঝে নগদ টাকা ও এতিমখানার জন্য এপিএস বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া প্রবাসী ইউনিয়নের প্রধান উপদেষ্টা মুহাম্মদ এহেছান চৌধুরী, মোহাম্মদ এনামুল হক এনাম, মুহাম্মদ আব্দুস সামাদ কোম্পানি, আল মোস্তফা, মাষ্টার মুহাম্মদ মুছা, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল মজিদ, ডাঃ মুহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ মোরশেদুল হক ছুট্টু প্রমুখ।
এদিকে দুবাই, কাতার, সৌদি আরব, ম্যালেশিয়ার প্রবাসীদের যৌথ উদ্যোগে চকরিয়া উপজেলায় অজপাড়াগাঁয়ে প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মিজানুল হক মিজান ও সেক্রেটারি মুহাম্মদ মিজানুল ইবনে এনামের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে চকরিয়া প্রবাসী ইউনিয়ন।
অনুষ্ঠানের সভাপতি নাছির উদ্দীন বলেন, দেশের ক্রান্তিলগ্নে এ সংগঠন মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে। এ সংগঠন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে। যে সব প্রবাসী ভাইয়ের বিদেশের মাটিতে হেঁটে হেঁটে পা পা করে রাত দিন পরিশ্রম করে দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সকলের জন্য দোয়া প্রার্থনা করছি। আগামীতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশও জাতির মঙ্গল ও সংগঠনের সদস্যদের সুস্থতা কামনায় মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম মোনাজাত করেন।