চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটি এর পক্ষ থেকে প্রবাসী পরিবারসহ সাধারণ দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চকরিয়া সাম্পান রেস্টুরেন্টে প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির ইসহাকের সভাপতিত্বে ও দুবাই দক্ষিণ শাখার সভাপতি ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় এতিমখানা ও মহাফেজখানার জন্য প্রায় ২০ টি মাদ্রাসায় নগদ টাকা বিতরণ ও রোজাদারদের সম্মানে ৩শ মানুষের মাঝে ইফতার আয়োজন করেন।
এসময় ঈদ উপহার সামগ্রী নিতে আসা মেহমানদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
ফোরামের সভাপতি হুমায়ুন কবির ইসহাক বলেন,সংগঠনটি যাত্রা শুরু হয় ২০২১ সালে। সৃষ্টি থেকে আমরা গরীব অসহায় মানুষের জন্য বন্যায় ত্রাণ, শীতকালে কম্বল, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা, প্রবাসী কোন ভাই মারা গেলে দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। আমাদের মানবিক কাজ অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ফোরাম সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাাওলানা মোহাম্মদ ঈসা, শারজাহ শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও হাফেজ মিজানুর রহমান, বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আমিন মুন্না প্রমুখ।
সকল প্রবাসীদের সু- স্বাস্থ্য কামনায় পবিত্র দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।
ইফতার ও দোয়া মাহফিল শেষে চকরিয়া থানার নবাগত ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে সম্মানতা ক্রেস্ট ও ফুলেল শুভেচছা বিনিময় করেন ফোরামের সদস্যরা।