অসহায়, দু:স্থ, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে একমুঠো স্বপ্ন নামের সেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের সদস্যরা অজপাড়াগাঁ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। বিভিন্ন সময় তারা প্রতিবন্ধী, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছে।
শুক্রবার ( ২৮ মার্চ) তারই ধারাবাহিকতায় পূর্ব বড় ভেওলা আনিচ পাড়া এলাকায় প্রবাসী ও সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতায় প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। একমুঠো স্বপ্ন এর সভাপতি আতিক উজ জামান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন বাবরের নেতৃত্বে ঈদ উপহার বিতরণ এবং রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রায় ৬০ জন অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রিক হাতে তুলে দেওয়া হয়।
এসময় সহ সভাপতি সাইফুল বারি, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাম, মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিরাজ, অর্থ সম্পাদক ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মানিকসহ আরও অনেকে সহযোগিতায় ছিলেন ।
সংগঠনের সকল সদস্যদের সুস্থতা কামনা ও ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করে ইফতার ও দোয়া মাহফিল এবং ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়।