জেল থেকে জামিন পেয়ে চকরিয়ায় ডাকাত এনাম ও তার বাহিনীরা এলাকায় ত্রাস সৃষ্টি অভিযোগ উঠেছে ।
রবিবার (৬ এপ্রিল) স্থানীয় লোকজন দেশ রিপোর্টকে জানান, পূর্ব বড় ৪ নং ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মোহাম্মদ এনাম ও তার বাহিনীর নেতৃত্বে জেল থেকে বের হয়ে ঈদের দিন রাতে ফাঁকা গুলি ছুড়িয়ে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠেছে।
গত ২০২১ সালে ১৭ আগস্ট পূর্ব বড় ভেওলা নাছির উদ্দীন নোবেল হত্যার দায়ে দীর্ঘ মাস জেল কাটেন। ২০২৫ সালের ফেব্রুয়ারীর মাঝামাঝি তিনি জেল থেকে বের হয়ে এলাকায় আসলে বেপরোয়া হয়ে সাধারণ মানুষের প্রতি নির্মম নির্যাতন শুরু করে। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষের গণপিটুনি খেয়েছে। এতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এলাকার মানুষকে মামলা হামলা ও হুমকি দিয়ে হয়রানি করতেছে।
এছাড়া তার আপন সহোদর মোহাম্মদ শামীম আলম ও শহিদুল ইসলাম কাজল গং সহ অন্যান্য বহিরাগত সন্ত্রাসী নিয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দক্ষিণ চর পাড়া ৪নং ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে এলাকার মানুষকে হত্যা করে লাশ গুম করিবে বলে বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করিতেছে। রাতের অন্ধকারে গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এতে এলাকার মানুষ আতঙ্ক বিরাজ করছে।এলাকায় অবস্থানরত মসজিদ,মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করলেন এলাকায় বসবাসরত শান্তিপ্রিয় মানুষ। জামিন বাতিল করে অতিদ্রুত গ্রেফতার করার দাবি জানান তারা।