চকরিয়া খুটাখালী বাজারের লবণ ব্যবসায়ী মোহাম্মদ নাছির উদ্দীন বাবুলকে প্রতিপক্ষ করা অপহরণের নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে ফাঁসানো চেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার (০৬ এপ্রিল) রাত ১০টার দিকে খুটাখালী মাইজপাড়া হাফেজ খানার সামনে হেতালিয়া পাড়ার মাহাবুবুল আলমের ছেলে রাশেদুল ইসলাম একই এলাকার নুর হোসনের ছেলে জিয়া উদ্দীন কাজলের সাথে লবণ মাঠের বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে রাশেদুল ইসলামের উপর হামলা চালায় কাজলের লোকজন।পরে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যার আশ্রয় নিয়েছে জিয়াউদ্দিনের পরিবার।
ব্যবসায়ী বাবুল জানান,গতরাতে তিনি চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হকের বাড়িতে একটি বৈঠকে ছিলেন।খুটাখালী মাইজপাড়া হাফেজ খানার একটি ঘটনা হয়েছে শুনেছেন।ওই ঘটনায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।
তিনি আরও জানান, খুটাখালী বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সাথে তার ব্যবসা চালিয়ে আসছেন। কিন্তু তার রয়েছে প্রতিপক্ষ মূলত তারাই তাকে হয়রানির চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় এমইউপি সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন জানান,গতরাতে মাইজপাড়ায় দুইজন ব্যক্তির মধ্যে একটি ঝগড়া হয়।পরে উভয় পক্ষ যার যার বাড়ি চলে যায়।অপহরণের কোন ঘটনা ঘটেনি।
জিয়াউদ্দীন গং দের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তিনি এলাকার চিহ্নিত খারাপ মানুষ।তারা দেশের আইন কানুন কিছুই মানেনা। এদিকে আগামীতেও ব্যবসায়ী বাবুলকে মিথ্যা ঘটনায় ফাঁসানোর আশঙ্কা আছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি নিয়েছেন বলে জানায় তিনি।
উল্লেখ্য, কাজলকে অপহরণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে মানক্ষুণ্ন করার জন্য এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘটনা সঠিক তদন্ত পূর্ব দোষীব্যক্তিদের আইনের আওতায় আনার প্রশাসনের সহযোগিতা কামনা করলেন।