দেশ রিপোর্ট ডেস্কঃ
এরিক টেন হেগ অধ্যায় শেষে নতুন বসের যুগে ম্যানচেস্টার ইউনাইটেড। গুঞ্জন সত্যি করে রেড ডেভিলসদের নতুন কোচ রুবেন আমোরিমি।১১ ননভেম্বর প্রধান কোচের দায়িত্ব নিতে লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে যাবেন আমোরিম।
ইউনাইটেডের সঙ্গে এই পর্তুগিজ কোচের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত।গত সোমবার ব্যর্থতার দায়ে ইউনাইটেডের চাকরি হারান ডাচ কোচ এরিক টেন হাগ। ডাচ এই কোচের অধীন চলতি মৌসুমের শুরু থেকেই সংগ্রাম করছিল ‘রেড ডেভিল’রা। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে ইউনাইটেড।
টেন হেগের বিদায়ের পর থেকেই আলোচনায় আসেন আমোরিম। এর আগে ইয়ুর্গেন ক্লপের বিদায় ঘোষণার পর আমোরিমের লিভারপুলে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত খবরটি সত্যি হয়নি। যে কারণে শেষ পর্যন্ত এবার তাঁর ইউনাইটেডে আসার গুঞ্জনটি কোন দিকে মোড় নেয়, সেদিকে দৃষ্টি ছিল সবার।
২০১৪ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানা সাবেক এই মিডফিল্ডারের কোচিং ক্যারিয়ার খুব একটা দীর্ঘ নয়। তবে, তার অর্জন বেশ চমক জাগানিয়া। ২০২০ সালের মার্চে স্পোর্তিংয়ে যোগ দিয়ে পরের মৌসুমেই দলটিকে লিগ শিরোপা জেতান তিনি; ১৯ বছরের মধ্যে যা ক্লাবটির প্রথম প্রিমেইরা লিগা।