সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্নভাবে পালন করছে দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় মাতামুহুরি সাংগঠনিক উপজেলার ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন লিটনের নেতৃত্বে পূর্ব বড় ভেওলায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে মাতামুহুরি ছাত্রদল। রবিবার (১৯ জানুয়ারি ) ইউনিয়নের এলাকায় বিভিন্ন পেশার শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন। দিনব্যাপী প্রতিটি মসজিদ, মাদ্রাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়ার আয়োজন করেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে এসব করছে তারা।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ নুরুল ইসলাম, সাবেক উপজেলা সদস্য করিম বেনজমা, সানি,পুর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক মো রবি,যুগ্ম সম্পাদক এস কে আরমান, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্রনেতা আজিজুর রহমান মামুন,সহ সাংগঠনিক সম্পাদক রোস্তম ও আতিকুল ইসলাম অভি। বি এম চর ইউনিয়ন ছাত্রদলনেতা আপিপ হোছাইন, শেফায়ত হোছাইন, শাওন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, শামিম প্রমুখ।
আলাউদ্দিন লিটন জানান ,বিএনপি জনগণের দল, জনগণের জন্য বিএনপি কাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শীতার্ত মানুষের পাশে আমরা আছি, থাকবো। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান ।
আরও জানান, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।####