জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি,বান্দরবান।।
বান্দরবানের লামায় পথচারীদের ইফতারের আগে গন্তব্যে পৌঁছে দিয়ে তারপরে ইফতার করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এক্ষেত্রে অনেক সময় পথেই সারতে হয় ইফতার আর তাতে আনন্দ খুঁজে পান দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।ইফতারে লামাবাসী যখন ব্যস্ত ঘরে ফেরায় তখন সড়কের যানবাহন নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। উদ্দেশ্য একটাই লামাবাসী যেন দ্রুত নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। আর পবিত্র রমজান মাসে তাদের দায়িত্ব যেন আরো বেড়ে যায়। এ মাসে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে লামাবাসী যেন নির্ধারিত সময়ে বাসায় গিয়ে প্রিয়জনের সঙ্গে ইফতার করতে পারেন। কিন্তু সেই ট্রাফিক পুলিশের সদস্যদের পরিবার পরিজন থেকে দূরে ইফতার সারতে হয় রাস্তায়। দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি গাড়ির চাপ থাকে। ফলে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে তাদের বেশি বেগ পোহাতে হয়। আর রোজারত অবস্থায় এই কষ্ট যেন আরো কয়েকগুণ বেড়ে যায়। তবে শত কষ্টের মধ্যেও এলাকাবাসী সঠিকভাবে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে তারা কাজ করে যান। ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো গাফিলতি হলে মানুষজন রাস্তায় আটকে থাকবে এবং পরিবার-পরিজনের সঙ্গে ইফতার করার সুযোগ পাবে না। সেজন্য অন্য সময়ের তুলনায় আরো সতর্ক হয়ে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যান।ইফতারের আগে যান চলাচল স্বাভাবিক রাখতে এবার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।লামার গুরুত্বপূর্ণ মোড় ও গলির মুখে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লামাবাসী। চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন বলেন, ‘আগে রাস্তাগুলোতে পুলিশের তৎপরতা দেখা যেতো না, তাই যানজট হলে দীর্ঘক্ষণ আটকে থাকতে হতো। এখন ট্রাফিক পুলিশ থাকায় দ্রুত গাড়ি চলতে পারছে।’ কৃষক দলের নেতা ইদ্রিস বলেন,‘ইফতারের আগে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পুলিশ না থাকলে রাস্তা পার হওয়াই কঠিন হয়ে যেতো। ট্রাফিক পুলিশ অনেক সময় গাড়িচালকদের সরাসরি নির্দেশনা দিচ্ছে, এতে ভোগান্তি কিছুটা কমছে।’লামা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইব্রাহিম ও এটিএসআই মোঃ খাইরুল বলেন,‘রমজানে ইফতারের আগ মুহূর্তে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। লামা রাস্তাগুলোতেও প্রচণ্ড যানজট তৈরি হয়। এই পরিস্থিতি সামাল দিতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আসন্ন মাহে রমজান উপলক্ষে রাস্তায় যানজট নিরসনের জন্য এবং জনসাধারণের ভোগান্তি যাতে না হয় আমরা কাজ করছি। লামা ট্রাফিকের ইনচার্জ টিআই স্যারের সার্বক্ষণিক তদরকি ট্রাফিক ব্যবস্থা সচল রাখার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।’