1. dailydeshreport@gmail.com : ডেইলি দেশ রিপোর্ট : ডেইলি দেশ রিপোর্ট
  2. info@www.dailydeshreport.com : ডেইলি দেশ রিপোর্ট :
  3. mdzahidhlama@gmail.com : Zahid Hasan : Zahid Hasan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়া সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত -২ চকরিয়ায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ১৭ পরিবার খোলা আকাশের নীচে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে গরু ব্যবসায়ি নিখোঁজ,১৮ ঘন্টা পর লাশ উদ্ধার চকরিয়া নদী থেকে শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চকরিয়া গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন চকরিয়া অপহরণের নাটক সাজিয়ে বাবুল নামের ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ চকরিয়ায় হত্যা মামলার আসামি জেল থেকে ফিরে রাতে ছুড়ান গু’লি, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী বান্দরবান ও কক্সবাজার গণঅধিকার পরিষদের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় যুবদলের নেতার উপর সন্ত্রাসী হামলা, তদন্তে পুলিশ চকরিয়ায় ‘একমুঠো স্বপ্ন ‘ এর উদ্যোগে দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন

চকরিয়া গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

আরাফাত চৌধুরী,জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

চকরিয়ায় গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধনে যুগ্ম সচিব শফিকুল ইসলাম
আইনশৃংখলার উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশের ভুমিকা অপরিহার্য।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) আয়োজনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের আরও বেশি দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে মাসব্যাপী “বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স” আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর (এনআইএলজি) পরিচালক (প্রশাসন ও সমন্বয়) যুগ্ম সচিব মো: শফিকুল ইসলাম।

চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: গোলাম মোস্তফা, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তাহেরা বেগম প্রমুখ।
বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুগ্ম সচিব শফিকুল ইসলাম বলেন, একটি এলাকার আইনশৃংখলার সার্বিক উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে গ্রাম পুলিশ সদস্যদের ভুমিকা কিন্তু অপরিহার্য। থানা পুলিশের সহযোগি বা সহায়ক শক্তি হিসেবে গ্রাম পুলিশ নির্ধারিত এলাকায় সবধরনের অপরাধপ্রবণতার বিরুদ্ধে কাজ করে। যেসব এলাকায় গ্রাম পুলিশ খুব বেশি সজাগ সচেতন, সেসব এলাকায় অপরাধ কর্মকাণ্ডের পরিধি কম। কারণ অপরাধীরা জানেন যে, তাঁর এলাকার গ্রাম পুলিশ সদস্য উপজেলা প্রশাসনে বা থানা পুলিশ প্রশাসনের কাছে প্রতিদিনের তথ্য পৌঁছে দেন। এলাকায় কারা অপরাধ অপকর্মে জড়িত তাদের মুখোশ উন্মোচন করে দেন।
তিনি বলেন, ইউনিয়ন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে একটি স্বনির্ভর বিচারালয় হিসেবে গড়তে গ্রাম পুলিশ সদস্যরা বিশেষ ভুমিকা পালন করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে
সবধরনের নাগরিক সেবা নিশ্চিতে গ্রাম পুলিশের অপরিসীম ভূমিকা রয়েছে। এতসব সহযোগিতা দিয়ে আসলেও সমাজে তাঁরা কিন্তু অনেকভাবে অবহেলিত। তাই তাদের মর্যাদা বৃদ্ধির সাথে সাথে পরিবারের জীবন-জীবিকার মান উত্তরণে সরকার কাজ করকরে চলেছে। এরই অংশ হিসেবে সারাদেশে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর (এনআইএলজি) মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের জীবনমানের উন্নয়ন এবং তাদেরকে আরও বেশি দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের এই কর্মসুচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। প্রতিদিন ৪০ জন করে গ্রাম পুলিশ সদস্য এ প্রশিক্ষনের সুযোগ পাচ্ছেন। ৮ এপ্রিল ২০২৫ থেকে শুরু হওয়া বুনিয়াদি প্রশিক্ষন কোর্স আগামী ৭ মে ২০২৫ ইংরেজি পর্যন্ত চলবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।